কাল থেকে স্বাভাবিক সময়ে চলবে ব্যাংকের লেনদেন

- আপডেট: ০৪:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ১০৩৭৩ বার দেখা হয়েছে
কাল থেকে স্বাভাবিক সময়ে চলবে ব্যাংকগুলোর লেনদেন ও অফিস চলবে। ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, আর ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে গত রোববার থেকে আজ মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত তিনদিন ব্যাংকগুলোর লেনদেন চলছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা ছিলো সাড়ে ৩টা পর্যন্ত।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত সপ্তাহে তিনদিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় ব্যাংকিং কার্যক্রম। ওই সপ্তাহের দুই দিন ব্যাংক খোলা ছিল ৪ ঘণ্টা। সাধারণ ছুটি শেষে গত বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলে অফিস।
আরও পড়ুন: ডলারের দাম বেড়ে ১২৪ টাকা
দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় আগামীকাল বুধবার থেকে সরকারি-বেসরকারি অফিসের সময় স্বাভাবিক সময়ে চলবে। জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, কাল থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস।
ঢাকা/এসএই