৯ আগস্ট পাকিস্তান যাবে বাংলাদেশ

- আপডেট: ০৬:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ১০৩৬১ বার দেখা হয়েছে
দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের জের ধরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে সংকটে পড়ে দেশের সার্বিক পরিস্থিতি। এমন সময় ৬ ঘণ্টার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল। যার ফলে ‘অনিবার্য কারণবশত’ দুদিনের জন্য সফরটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় ৯ আগস্ট পাকিস্তানের বিমান ধরবেন মুমিনুল হক, মুশফিকুর রহিমরা। ১০ আগষ্ট ইসলামাবাদে পৌঁছে ১১ এবং ১২ তারিখ অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। এরপর ১৩ আগষ্ট মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচটি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে আমরা বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আজকের আপডেট অনুযায়ী আশা করি আমরা ৯ আগষ্ট উড়াল দিতে পারব। আমাদের ৬ আগষ্ট যাওয়ার কথা ছিল, আমরা ওইখানে ৭ আগষ্ট সেখানে পৌঁছাতাম। ১০ তারিখ থেকে খেলাটা হওয়ার কথা ছিল। আজকের যোগাযোগ অনুযায়ী ৯ আগষ্ট যাব, ১০ আগষ্ট পৌঁছাব এবং ইনশাআল্লাহ ১৩ আগষ্ট থেকে আমরা সিরিজটা শুরু করতে পারব।’
১০ আগষ্ট থেকে সিরিজ শুরুর কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না তা নিশ্চিত হওয়া গেছে আগেই। নাফিস জানিয়েছেন, পুরো সিরিজ একই থাকলেও তিনদিন পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যার ফলে প্রতিটি ম্যাচ আগের সূচির চেয়ে তিনদিন পর অনুষ্ঠিত হবে। নাফিস বলেন, ‘পুরো সিরিজটা একই থাকছে শুধু তিনদিন পিছিয়ে সিরিজটা শুরু করতে অনুরোধ করেছি। পাকিস্তান থেকেও আমরা ইতিবাচক উত্তর পেয়েছি।’
আরও পড়ুন: আইপিএলে আসছে ফুটবলের নিয়ম!
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের নতুন সূচিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন সূচি অনুযায়ী ১৩-১৬ আগষ্ট মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। এরপর ১৮ ও ১৯ আগষ্ট অনুশীল করে ২০-২৩ আগষ্ট দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে তারা। সাদা পোশাকের সিরিজ শেষে শুরু হবে একদিনের ম্যাচ। ২৬, ২৮ এবং ৩০ আগষ্টে হবে একদিনের সিরিজটি। সবগুলো ম্যাচই হবে ইসলামাবাদে।
পাকিস্তান সফরকে সামনে রেখে ৭ আগষ্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। গত কয়েকদিন দেশের সার্বিক পরিস্থিতি ভালো না থাকলেও গ্রাউন্ডসম্যানরা সকল ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করে রেখেছিল বলে জানান নাফিস। সেই সঙ্গে নিশ্চিত করেছেন ৮ আগষ্ট থেকে শুরু হবে পারে জাতীয় দলের অনুশীলন।
নাফিস বলেন, ‘দেশের গত দুই-তিনদিনের পরিপ্রেক্ষিতে আমাদের অনুশীলন শুরু করা কনসার্ন ছিল। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনুশীলন করতে পেরেছি। বিগত তিন-চারদিনে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের সুযোগ-সুবিধার কি অবস্থা ছিল কারণে গ্রাউন্ডসম্যানরা কাজ করতে পারছিল না। আজকে আমরা এসে দেখেছি আমাদের সুযোগ-সুবিধা গ্রাউন্ডসম্যানরা ঠিক করে রেখেছে। আমরা ‘এ’দলের আশা করতে পেরেছি, আশা করছি আগামীকাল জাতীয় দলের যে রেগুলার অনুশীলন শুরু করতে পারব।’
ঢাকা/এসএইচ