বাতিল হলো কালো টাকা সাদা করার বিধান

- আপডেট: ০৪:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / ১০৪৮৬ বার দেখা হয়েছে
কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ-সংক্রান্ত বিধি এবং রীতি বন্ধ করে দেওয়া হবে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে সাংবাদিকদেরকে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা। তার সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন। রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদের সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে নিত্যপণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আলোচনা হয়েছে। হজের মূল্য যৌক্তিক পর্যায়ে কমানোর ব্যপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বিদায়ী অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা ১৫ হাজার কোটি টাকা
এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএইচ