১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৩৪২ বার দেখা হয়েছে

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, সেগুনবাগিচার বাসা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি কর্মকর্তারা জানান, আগামীকাল (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

মাহবুব আলী ২০১৪ সাল থেকে টানা দুবার সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে বিমান প্রতিমন্ত্রী হন তিনি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান। নির্বাচনে তিনি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হকের কাছে পরাজিত হন। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।

আরও পড়ুন: সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা হতে থাকে। এসব মামলায় এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ বহুজন গ্রেপ্তার হয়েছেন। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডেও নেওয়া হয়। অনেকে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

আপডেট: ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, সেগুনবাগিচার বাসা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি কর্মকর্তারা জানান, আগামীকাল (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

মাহবুব আলী ২০১৪ সাল থেকে টানা দুবার সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে বিমান প্রতিমন্ত্রী হন তিনি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান। নির্বাচনে তিনি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হকের কাছে পরাজিত হন। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।

আরও পড়ুন: সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা হতে থাকে। এসব মামলায় এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ বহুজন গ্রেপ্তার হয়েছেন। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডেও নেওয়া হয়। অনেকে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

ঢাকা/এসএইচ