জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ১০:৩৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ১০৬৩১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে দেবে। কোম্পানি সূত্রে এই জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো ডিভিডেন্ড নেবেন না।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৯ টাকা ৮৯ পয়সা। আগের অর্থবছেরে ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৯৪ পয়সা।
আরও পড়ুন: পুঁজিবাজার সংস্কারে ৫ সদস্যের টাস্কফোর্স গঠন
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫২ টাকা ৪৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।
ঢাকা/এসএইচ