ডিভিডেন্ড-ইপিএস ঘোষণা করবে ৫ কোম্পানি

- আপডেট: ১১:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ১০৫১১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ৫টি হলোঃ কপারটেক ইন্ডাস্ট্রিজ, সী পার্ল, আনলিমা ইয়ার্ন, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং সেনা ইন্স্যুরেন্স।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলোর মধ্যে কপারটেকের ২৬ অক্টোবর, সন্ধ্যা ৭টায়; সী পার্লের ২৭ অক্টোবর, বিকাল ৩টায়; আনলিমা ইয়ার্নের ২৬ অক্টোবর দুপুর ১২টায়; এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২০ অক্টোবর, বিকাল ৩টায় এবং সেনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২১ অক্টোবর, বিকাল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বাজারের এই পরিস্থিতি যারা পছন্দ করছে না তারা ওদেরই লোক: অর্থ উপদেষ্টা
কোম্পানিগুলো মধ্যে কপারটেক ইন্ডাস্ট্রিজ, সী পার্ল ও আনলিমার বোর্ড সভায় ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আর সেনা ইন্স্যুরেন্স ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
ঢাকা/এসএইচ