০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

আইসিবির তিন হাজার কোটি টাকার ঋণ ছাড়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / ১০৪৩১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং উচ্চহার সুদে গ্রহণ করা তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে বিনিয়োগ করার জন্য সভরেন গ্যারান্টির বিপরীতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) প্রস্তাবিত ৩ হাজার কোটি টাকা ঋণ ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের ৪টি ব্যাংকের মাধ্যমে এই টাকা দিবে আইসিবিকে। এর মধ্যে ডাচ্ বাংলা ব্যাংকের মাধ্যমে ৭০০ কোটি টাকা, প্রাইম ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা, ঢাকা ব্যাংকের মাধ্যমে ৫০০ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ৮০০ কোটি টাকা।

এছাড়, ৪ শতাংশ সুদে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদ-আসলে ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা ১৮ মাস সময় পাবে আইসিবি।

আরও পড়ুন: জেড ক্যাটাগরি কোম্পানিগুলোর সাথে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ বিএসইসির

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে গত ১৪ অক্টোবর রাষ্ট্রীয় গ্যারান্টি চেয়ে আইসিবি চিঠি দিয়েছিল। গত ১৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং আইসিবির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে এফআইডি। বৈঠকে জানানো হয়, ঋণ পেতে আবেদন করলে সরকারের গ্যারান্টি সাপেক্ষে দিতে আপত্তি নেই বাংলাদেশ ব্যাংকের। শেয়ারবাজারে বিনিয়োগে আর্থিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা থাকায় বৈঠক থেকে অর্থ বিভাগকে রাষ্ট্রীয় গ্যারান্টি দেওয়ার সুপারিশ করা হয়। এ বিষয়ে সারসংক্ষেপ উপস্থাপন করা হলে অর্থ উপদেষ্টা সম্মতি দিয়েছেন। আইসিবিকে ঋণ দিলে প্রতিষ্ঠানটির ব্যর্থতায় সরকার ঋণ পরিশোধ করবে মর্মে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আইসিবির তিন হাজার কোটি টাকার ঋণ ছাড়

আপডেট: ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং উচ্চহার সুদে গ্রহণ করা তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে বিনিয়োগ করার জন্য সভরেন গ্যারান্টির বিপরীতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) প্রস্তাবিত ৩ হাজার কোটি টাকা ঋণ ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের ৪টি ব্যাংকের মাধ্যমে এই টাকা দিবে আইসিবিকে। এর মধ্যে ডাচ্ বাংলা ব্যাংকের মাধ্যমে ৭০০ কোটি টাকা, প্রাইম ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা, ঢাকা ব্যাংকের মাধ্যমে ৫০০ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ৮০০ কোটি টাকা।

এছাড়, ৪ শতাংশ সুদে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদ-আসলে ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা ১৮ মাস সময় পাবে আইসিবি।

আরও পড়ুন: জেড ক্যাটাগরি কোম্পানিগুলোর সাথে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ বিএসইসির

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে গত ১৪ অক্টোবর রাষ্ট্রীয় গ্যারান্টি চেয়ে আইসিবি চিঠি দিয়েছিল। গত ১৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং আইসিবির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে এফআইডি। বৈঠকে জানানো হয়, ঋণ পেতে আবেদন করলে সরকারের গ্যারান্টি সাপেক্ষে দিতে আপত্তি নেই বাংলাদেশ ব্যাংকের। শেয়ারবাজারে বিনিয়োগে আর্থিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা থাকায় বৈঠক থেকে অর্থ বিভাগকে রাষ্ট্রীয় গ্যারান্টি দেওয়ার সুপারিশ করা হয়। এ বিষয়ে সারসংক্ষেপ উপস্থাপন করা হলে অর্থ উপদেষ্টা সম্মতি দিয়েছেন। আইসিবিকে ঋণ দিলে প্রতিষ্ঠানটির ব্যর্থতায় সরকার ঋণ পরিশোধ করবে মর্মে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ঢাকা/এসএইচ