ব্লকে আট কোম্পানির বড় লেনদেন

- আপডেট: ০৩:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৯৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ব্লক মার্কেটে ২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৫ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রতিষ্ঠানগুলো হলো- ফাইন ফুডস, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, এক্সপ্রেস ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইলস, আইসিবি এমপ্লইজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ান, ওরিয়ন ইনফিউশন এবং সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। এদিন কোম্পানিটির ১ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: পুঁজিবাজারে লেনদেন ৩৩৫ কোটি টাকা
ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১ কোটি ৮৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্স।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলসের ১ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার টাকা, আইসিবি এমপ্লইজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ান’র ১ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮৭ লাখ ৯৩ হাজার এবং সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৫৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এসএইচ