গেইনারের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল

- আপডেট: ০৪:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ১০৩২৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল- এর।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৮.৮০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিস এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৯.৯২ শতাংশ।
আর ১ টাকা বা ৯.৯০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।
আরও পড়ুন: লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্সুরেন্স
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৯.৮৮ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যাল ৯.৭৬ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ ৯.৭৫ শতাংশ, প্যাসিফিক ডেনিমস ৯.৭২ শতাংশ, ফারইস্ট ফাইনান্স ৯.৬৮ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজ ৯.৬৪ শতাংশ ও ফুওয়াং সিরামিক ৯.৩৭ শতাংশ দর বেড়েছে।
ঢাকা/এসএইচ