গেইনারের শীর্ষে দুই কোম্পানি

- আপডেট: ০৩:৫৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৪৯৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দুই কোম্পানি- ফু-ওয়াং ফুড এবং এস. আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানি দুটিরই ১ টাকা ৪ পয়সা বা ১০ শতাংশ হারে শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানি দুটি।
অন্যদিকে ৯ দশমিক ৮৩ শতাংশ দরবৃদ্ধি পেয়ে দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন হারভেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিডি থাই ফুডের শেয়ারদর ৯ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কোম্পানিটি।
আরও পড়ুন: সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় সামান্য বেড়েছে লেনদেন
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিক, জাহিন স্পিনিং, ফু-ওয়াং সিরামিক, দেশবন্ধু পলিমার, সিলকো ফার্মা এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমটেড।
ঢাকা/এসএইচ