ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন যেভাবে

- আপডেট: ১২:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ১০৪৬২ বার দেখা হয়েছে
বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। কমবেশি সব স্মার্টফোন ব্যবহারকারী মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে এটির অপব্যবহার করলে একজন ব্যবহারকারী একটি নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন। নিয়ম ভাঙার অভিযোগে প্রতিবছরই বহু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়। হয়তো সেই তালিকায় রয়েছেন আপনিও। কিন্তু জানেন কি ব্যান হওয়া হোয়াটসঅ্যাপও ফিরে পাওয়া সম্ভব? ভাবছেন কীভাবে? চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রথমে আপনাকে দেখতে হবে কেন আপনার অ্যাকাউন্টটি ব্যান করা হয়েছে। তার জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করে প্রথমে সেটিংসে যেতে হবে। সেখান থেকে হেল্প ও টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি নির্বাচন করুন। যদি বিশ্বাস করেন যে নিয়ম ভাঙা হয়নি এবং ভুলবশত আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হয়েছে, তাহলে কয়েকটি ধাপ অনুসরণ করুন।
১. হোয়াটসঅ্যাপ খুলুন। দেখতে পাবেন অ্যাকাউন্ট ব্যানের নোটিফিকেশন।
২. ‘Request a Review’ অপশনটি ট্যাপ করুন।
৩. আপনার ফোনে যে ওটিপি যাবে, সেটি দিন।
৪. ভেরিফিকেশনের পর রিভিউয়ের রিকোয়েস্ট করুন।
৫. এরপর লিখুন নিজের বক্তব্য।
আরও পড়ুন: ফেসবুকে ব্যক্তিগত তথ্যের ব্যবহার বন্ধে আইনি লড়াই
এছাড়া আপনি নিজের বক্তব্য মেইল মারফতও জানাতে পারেন। আবেদন করতে পারেন ব্যানের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য। অবশ্যই সেখানে নিজের ফোন নম্বর (দেশের কোড-সহ) এবং অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারণ লিখবেন। এই আবেদন পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখবে সংস্থা। যদি সেখানে প্রমাণিত হয় যে নিয়ম ভাঙার কারণেই অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে, তাহলে ফেরত পাওয়ার কোনও আশা নেই। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে ফের চালু হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি।
ঢাকা/এসএইচ