আয় কমেছে মীর আক্তার হোসেনের

- আপডেট: ০৯:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ১০৪৫১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আক্তার হোসেন লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্রটি বলছে, কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ০.২৭ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.৬৯ টাকা। আর চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.২৮ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.৭৩টাকা।
এদিকে, চলতি হিসাব বছরে তিন প্রান্তিক মিলে (জুলাই২৪-মার্চ২৫) সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ১.৫১ টাকা। আর চলতি হিসাব বছরে তিন প্রান্তিক মিলে এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ১.০৩ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ১.৫৩ টাকা।
আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ডেসকো
এছাড়াও সমন্বিতভাবে গত ৩১ মার্চ ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে (এনএভিপিএস) ৫০.৯৭ টাকা। আর এককভাবে গত ৩১ মার্চ ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে (এনএভিপিএস) ৫১.২১ টাকা।
ঢাকা/টিএ