০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ১০২৯৭ বার দেখা হয়েছে

টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে স্কোয়াড ঘোষণা করে দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। গতবার ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল প্যাট কামিন্সের দল। এবার লর্ডসের শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুনের ফাইনালকে সামনে রেখে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে অজি ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন জশ হ্যাজেলউড ও ক্যামেরন গ্রিন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারেননি প্যাট কামিন্সও, অজি অধিনায়ক চোট কাটিয়ে লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন। ক্যামেরন গ্রিন স্ট্রেস ফ্র্যাকচারের কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকার পর জাতীয় দলের জার্সিতে ফিরছেন। হ্যাজেলউডও এখন ফিট, তাই তিনিও ফিরছেন।

অস্ট্রেলিয়া দলের নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন. ‘আমরা সৌভাগ্যবান যে প্যাট কামিন্স, হ্যাজলউড আর ক্যামেরন গ্রিনকে স্কোয়াডে পেয়েছি। দল শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে ডব্লিউটিসি সাইকেল শেষ করেছে। এর আগে ভারতকেও গত এক দশকে প্রথমবার হারিয়েছে অজিরা। ধারাবাহিকতা দেখিয়েই আমরা এবার সুযোগ পেয়েছি ট্রফি ডিফেন্ড করার। ফাইনালে ওঠাটা দলের ছেলেদের কাছে অনেক বড় ব্যাপার, আর সবাই আফ্রিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।’

অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে চেনা মুখদের মধ্যে ওপেনার স্যাম কনস্টাস সুযোগ পেয়েছেন। এ ছাড়া বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেমান রয়েছেন। যদিও নাথান লায়নের আগে তার খেলার সম্ভাবনা কম। তবে এই দলই যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে, তাই সেখানে কুনেম্যানকে খেলাতে পারেন কামিন্সরা।

আরও পড়ুন: বোর্ডের অনুরোধ প্রত্যাখ্যান করেই বিদায় জানিয়ে দিলেন কোহলি

ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে পাঁচজন আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন, যা আগামী ১৭ মে থেকে শুরু হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আইপিএল খেলা নিয়ে ক্রিকেটাররা যে সিদ্ধান্ত নেবে, তাতে সম্মান জানাবে ক্রিকেট বোর্ড। ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্করা বর্তমানে আইপিএলের দলের সঙ্গে যুক্ত রয়েছেন। ক্রিকেটাররা এই মুহূর্তে দল ছেড়ে দিলে ভুগতে হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলোর, সে কথাও মাথায় রয়েছে অজি বোর্ডের।

অস্ট্রেলিয়ার স্কোয়াড- প্যাট কামিন্স, স্কট বোল্য়ান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জস ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস লাবুশান, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং বিউ ওয়েবস্টার।

সফরসঙ্গী রিজার্ভ: ব্রেন্ডার ডগেট।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

আপডেট: ০২:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে স্কোয়াড ঘোষণা করে দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। গতবার ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল প্যাট কামিন্সের দল। এবার লর্ডসের শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুনের ফাইনালকে সামনে রেখে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে অজি ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন জশ হ্যাজেলউড ও ক্যামেরন গ্রিন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারেননি প্যাট কামিন্সও, অজি অধিনায়ক চোট কাটিয়ে লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন। ক্যামেরন গ্রিন স্ট্রেস ফ্র্যাকচারের কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকার পর জাতীয় দলের জার্সিতে ফিরছেন। হ্যাজেলউডও এখন ফিট, তাই তিনিও ফিরছেন।

অস্ট্রেলিয়া দলের নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন. ‘আমরা সৌভাগ্যবান যে প্যাট কামিন্স, হ্যাজলউড আর ক্যামেরন গ্রিনকে স্কোয়াডে পেয়েছি। দল শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে ডব্লিউটিসি সাইকেল শেষ করেছে। এর আগে ভারতকেও গত এক দশকে প্রথমবার হারিয়েছে অজিরা। ধারাবাহিকতা দেখিয়েই আমরা এবার সুযোগ পেয়েছি ট্রফি ডিফেন্ড করার। ফাইনালে ওঠাটা দলের ছেলেদের কাছে অনেক বড় ব্যাপার, আর সবাই আফ্রিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।’

অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে চেনা মুখদের মধ্যে ওপেনার স্যাম কনস্টাস সুযোগ পেয়েছেন। এ ছাড়া বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেমান রয়েছেন। যদিও নাথান লায়নের আগে তার খেলার সম্ভাবনা কম। তবে এই দলই যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে, তাই সেখানে কুনেম্যানকে খেলাতে পারেন কামিন্সরা।

আরও পড়ুন: বোর্ডের অনুরোধ প্রত্যাখ্যান করেই বিদায় জানিয়ে দিলেন কোহলি

ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে পাঁচজন আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন, যা আগামী ১৭ মে থেকে শুরু হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আইপিএল খেলা নিয়ে ক্রিকেটাররা যে সিদ্ধান্ত নেবে, তাতে সম্মান জানাবে ক্রিকেট বোর্ড। ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্করা বর্তমানে আইপিএলের দলের সঙ্গে যুক্ত রয়েছেন। ক্রিকেটাররা এই মুহূর্তে দল ছেড়ে দিলে ভুগতে হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলোর, সে কথাও মাথায় রয়েছে অজি বোর্ডের।

অস্ট্রেলিয়ার স্কোয়াড- প্যাট কামিন্স, স্কট বোল্য়ান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জস ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস লাবুশান, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং বিউ ওয়েবস্টার।

সফরসঙ্গী রিজার্ভ: ব্রেন্ডার ডগেট।

ঢাকা/এসএইচ