রোববার ডিএসই পরিদর্শনে যাচ্ছেন আনিসুজ্জামান চৌধুরী

- আপডেট: ০১:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ১০৪৩৭ বার দেখা হয়েছে
আগামীকাল রোববার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। একই সঙ্গে তিনি ডিএসইর উর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদ ও অংশীজনদের সাথে বৈঠক করবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, ডিএসইতে পৌঁছে ড. আনিসুজ্জামান উর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদ বৈঠক করবেন। এরপর ডিএসইর অংশীজনদের সাথে বসবেন বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায়। বৈঠক শেষে তিনি ডিএসইর বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন।
পুঁজিবাজারের এই নাজুক পরিস্থিতিতে ড. আনিসুজ্জামান চৌধুরীর ডিএসই পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
এর আগে ৬ মে ডিএসই পরিদর্শনের জন্য দিন নির্ধারিত হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার নতুন সময়সূচি অনুযায়ী রবিবারের সফর চূড়ান্ত হয়েছে।
ডিএসই সূত্র জানিয়েছে, ড. আনিসুজ্জামান সফরের সময় দুটি পৃথক বৈঠকে অংশ নেবেন। প্রথম বৈঠকে তিনি ডিএসইর ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বর্তমান বাজার পরিস্থিতি, সূচকের পতনের কারণ, লেনদেনের নিম্নমাত্রা এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ হ্রাসসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পরবর্তী বৈঠকে তিনি স্টেকহোল্ডারদের সঙ্গে বাজার কাঠামো, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা, নীতিমালাগত সীমাবদ্ধতা ও সম্ভাব্য সংস্কার নিয়ে মতবিনিময় করবেন।
আরও পড়ুন: পুঁজিবাজারের উন্নয়নে শুধু একদিকে ফোকাস দিলে হবে না: রাজিব আহসান
বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি উত্থাপিত হতে পারে বলে জানিয়েছে বাজার সংশ্লিষ্ট একটি গ্রুপ। তাদের মতে, চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তির নিয়োগ এবং তার নেতৃত্বে গৃহীত সিদ্ধান্তগুলো বাজারে আস্থা সংকটে বড় ভূমিকা রেখেছে। ২০২০ সালে নিয়োগের পর থেকে বাজারে ধসের ধারা অব্যাহত রয়েছে, যা বিনিয়োগ পরিবেশকে আরও দুর্বল করেছে।
বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে অবস্থান করছে। বাজার মূলধন ও লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী বিনিয়োগকারীদের সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর হস্তক্ষেপের অভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
ঢাকা/এসএইচ