ব্র্যাক ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন

- আপডেট: ০৬:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ১০৩০৬ বার দেখা হয়েছে
ব্র্যাক ব্যাংক পিএলসি-র শেয়ারহোল্ডাররা ২০২৪ অর্থ বছরের জন্য ২৫% ডিভিডেন্ড অনুমোদন করেছেন। এর মধ্যে ১২.৫% ক্যাশ ডিভিডেন্ড এবং ১২.৫% স্টক ডিভিডেন্ড আকারে বিতরণ করা হবে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-তে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএম-এ উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং পরিচালকবৃন্দ — ফারজানা আহমেদ, আনিতা গাজী রহমান, চৌধুরী এমএকিউ সারওয়ার ও লীলা রশিদ।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান। কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান, এফসিএস, সভাটি পরিচালনা করেন।
সভায় জানানো হয়, ২০২৪ অর্থ বছরে ব্র্যাক ব্যাংক সমন্বিতভাবে কর-পরবর্তী নিট মুনাফা (NPAT) অর্জন করেছে ১,৪৩২ কোটি টাকা, যা আগের বছর ছিল ৮২৮ কোটি টাকা — প্রবৃদ্ধি ৭৩%। একক ভিত্তিতে মুনাফা দাঁড়ায় ১,২১৪ কোটি টাকায়, যেখানে আগের বছর ছিল ৭৩০ কোটি টাকা — প্রবৃদ্ধি ৬৬%।
আরও পড়ুন: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২১ সেপ্টেম্বর
চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান তাঁর বক্তব্যে বলেন, “সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ব্যাংকটির আর্থিক সক্ষমতা প্রমাণিত হয়েছে।” তিনি আরও জানান, ২০২৪ সালে একক ভিত্তিতে গ্রাহক আমানতে ৩৪% এবং ঋণে ২০% প্রবৃদ্ধি হয়েছে। তিনি শেয়ারহোল্ডার, রেগুলেটর, সহকর্মী ও অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ২০২৫ সালে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা/এসআর