চলতি অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬১ হাজার কোটি টাকা: এনবিআর চেয়ারম্যান

- আপডেট: ০১:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১০৩৩৪ বার দেখা হয়েছে
চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ সোমবার (৩০ জুন) আন্দোলন স্থগিতের পর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, সবকিছু ভুলে দেশের জন্য রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করতে হবে।
আরও পড়ুন: এনবিআর কমপ্লিট শাটডাউন অর্থনীতির জন্য অশনিসংকেত
গতবারের চেয়ে ২০২৪-২৫ অর্থবছরে বেশি রাজস্ব আদায় হওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন সকাল ১০টা পর্যন্ত রাজস্ব সংগ্রহ হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা।
ঢাকা/এসএইচ