১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

পাল্টা শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের শেভরন ও এক্সিলারেটের সঙ্গে বৈঠক বাণিজ্য উপদেষ্টার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ১০৩৩১ বার দেখা হয়েছে

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে প্রস্তুতি নিচ্ছে। এ জন্য বাংলাদেশ একটি অবস্থানপত্র (Position Paper) তৈরি করছে, যার মাধ্যমে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

আজ বুধবার (১৬ জুলাই) সচিবালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পরে তিনি বৈঠক ছেড়ে গেলে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান নেতৃত্ব দেন। বৈঠকে খাদ্য, কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈঠক শেষে বাণিজ্যসচিব সাংবাদিকদের বলেন, “আমদানি-রপ্তানির বিভিন্ন বিষয়ে অনেক মন্ত্রণালয় ও বিভাগের সম্পৃক্ততা রয়েছে। তাদের নিজস্ব আইন আছে। তাই তাদের মতামত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, এখন নিয়মিত বৈঠকের মাধ্যমে বাংলাদেশের অবস্থানপত্র তৈরি করা হবে এবং যুক্তরাষ্ট্রকে পাঠানো হবে। তারপর এই অবস্থানপত্রের ভিত্তিতে চুক্তি নিয়ে আলোচনা হবে।

আজকের বৈঠকের পাশাপাশি বিকেল ৫টায় জুমে শেভরন এবং সাড়ে ৫টায় এক্সিলারেট এনার্জি নামের যুক্তরাষ্ট্রের দুই কোম্পানির সঙ্গে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের আরও ৭ কর্মকর্তা-কর্মচারী

এছাড়া ২২ জুলাই যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (AAFA)-এর সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

যখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে প্রস্তাব পাঠাবে, সে বিষয়ে বাণিজ্যসচিব জানান, “যুক্তরাষ্ট্র এখনো আমাদের নির্দিষ্ট সময় জানায়নি।”

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

পাল্টা শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের শেভরন ও এক্সিলারেটের সঙ্গে বৈঠক বাণিজ্য উপদেষ্টার

আপডেট: ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে প্রস্তুতি নিচ্ছে। এ জন্য বাংলাদেশ একটি অবস্থানপত্র (Position Paper) তৈরি করছে, যার মাধ্যমে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

আজ বুধবার (১৬ জুলাই) সচিবালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পরে তিনি বৈঠক ছেড়ে গেলে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান নেতৃত্ব দেন। বৈঠকে খাদ্য, কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈঠক শেষে বাণিজ্যসচিব সাংবাদিকদের বলেন, “আমদানি-রপ্তানির বিভিন্ন বিষয়ে অনেক মন্ত্রণালয় ও বিভাগের সম্পৃক্ততা রয়েছে। তাদের নিজস্ব আইন আছে। তাই তাদের মতামত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, এখন নিয়মিত বৈঠকের মাধ্যমে বাংলাদেশের অবস্থানপত্র তৈরি করা হবে এবং যুক্তরাষ্ট্রকে পাঠানো হবে। তারপর এই অবস্থানপত্রের ভিত্তিতে চুক্তি নিয়ে আলোচনা হবে।

আজকের বৈঠকের পাশাপাশি বিকেল ৫টায় জুমে শেভরন এবং সাড়ে ৫টায় এক্সিলারেট এনার্জি নামের যুক্তরাষ্ট্রের দুই কোম্পানির সঙ্গে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের আরও ৭ কর্মকর্তা-কর্মচারী

এছাড়া ২২ জুলাই যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (AAFA)-এর সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

যখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে প্রস্তাব পাঠাবে, সে বিষয়ে বাণিজ্যসচিব জানান, “যুক্তরাষ্ট্র এখনো আমাদের নির্দিষ্ট সময় জানায়নি।”

ঢাকা/এসএইচ