নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি

- আপডেট: ০৬:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১০৩৩০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এরমধ্যে কমপক্ষে ১জন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধেঁ দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের প্রেক্ষিতে সময় বাড়িয়েছে বিএসইসি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (২৯ জুলাই) ইস্যু করা এক চিঠিতে বিএসইসি বলেছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে ১ বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে ১জন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিনকে পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা
কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানির সময় বাড়ানোর আবেদন করার প্রেক্ষিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামি ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ঢাকা/এসএইচ