আইসিবি ইউনিট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ০২:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ১০৩৬৯ বার দেখা হয়েছে
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড আইসিবি ইউনিট ফান্ডের গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আলোচিত বছরের জন্য ইউনিটহোল্ডাররা ৩০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড পাবেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত আইসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
গত বছর আলোচিত ফান্ডের ইউনিটহোল্ডারটেদর ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: লোকসানে এনআরবি ব্যাংক
ঘোষিত ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ছিল ৩০ জুন। ওই তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের ইউনিট ছিল, তারা ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য হবেন।
আইসিবি ইউনিট ফান্ডের সার্টিফিকেট পুনঃক্রয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬৮ টাকা, যা আগামী ৩ আগস্ট কার্যকর হবে।
ঢাকা/এসএইচ