০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ উদ্ধার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ১০৩২০ বার দেখা হয়েছে

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদের (বীর প্রতীক) মরদেহ উদ্ধার করা হয়েছে।  আজ সোমবার (৪ জুলাই) দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।  চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন সাবেক এই সেনাপ্রধানের লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি জানান, ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষে একা ছিলেন তিনি। আজ অনেক বেলা পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাবের লোকজন বিচলিত হন। দুপুর ১২টার পর পুলিশকে খবর দেওয়া হলে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম দ্রুত উপস্থিত হন। পরে পুলিশের উপস্থিতিতে কক্ষের তালা খুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রাতের কোনো এক সময় তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।

হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৫ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।

আরও পড়ুন: নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবসরের পর তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ছিলেন। ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি। তবে পরে ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হয়ে বিতর্কে জড়ান। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ১৮ হাজার কোটি টাকার প্রতারণা ও অর্থপাচারের অভিযোগে মামলা হয়।

২০২২ সালের ১২ মে একটি দুর্নীতির মামলায় তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩৫ কোটি টাকা জরিমানা করা হয়। এরপর তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আদালতে জামিন আবেদন করলে হাইকোর্ট তা মঞ্জুর করে এবং পরে সুপ্রিম কোর্টও জামিন বহাল রাখে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ উদ্ধার

আপডেট: ০৩:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদের (বীর প্রতীক) মরদেহ উদ্ধার করা হয়েছে।  আজ সোমবার (৪ জুলাই) দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।  চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন সাবেক এই সেনাপ্রধানের লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি জানান, ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষে একা ছিলেন তিনি। আজ অনেক বেলা পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাবের লোকজন বিচলিত হন। দুপুর ১২টার পর পুলিশকে খবর দেওয়া হলে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম দ্রুত উপস্থিত হন। পরে পুলিশের উপস্থিতিতে কক্ষের তালা খুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রাতের কোনো এক সময় তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।

হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৫ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।

আরও পড়ুন: নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবসরের পর তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ছিলেন। ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি। তবে পরে ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হয়ে বিতর্কে জড়ান। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ১৮ হাজার কোটি টাকার প্রতারণা ও অর্থপাচারের অভিযোগে মামলা হয়।

২০২২ সালের ১২ মে একটি দুর্নীতির মামলায় তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩৫ কোটি টাকা জরিমানা করা হয়। এরপর তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আদালতে জামিন আবেদন করলে হাইকোর্ট তা মঞ্জুর করে এবং পরে সুপ্রিম কোর্টও জামিন বহাল রাখে।

ঢাকা/এসএইচ