সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি

- আপডেট: ১১:৪০:১০ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১০৩০৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩ থেকে ৭ আগস্ট) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড। শনিবার (৯ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৩৪ কোটি ৯১ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৩ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ৩৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৪ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা যমুনা ব্যাংকের ২৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬২ শতাংশ।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও কমেছে
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- উত্তরা ব্যাংকের ২২ কোটি ৩৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২১ কোটি ৪৮ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৯ কোটি ৪৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ৪০ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৭ কোটি ২৭ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৬ কোটি ৯৯ লাখ টাকা এবং বিএসসিপিএলসি ১২ কোটি ১৭ লাখ টাকা।
ঢাকা/এসএইচ