সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

- আপডেট: ১১:১৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ১০২৫৫ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ আগস্ট) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯২ পয়েন্টে।
আরও পড়ুন: এনসিসি ব্যাংকের আয় বেড়েছে ৫২ শতাংশ
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০০ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ