সূচকের উত্থান, লেনদেন ছাড়িয়েছে ৮০০ কোটি টাকা

- আপডেট: ০২:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১০৪১৯ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক বেড়েছে ৫১ পয়েন্ট। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে,রবিবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৪০১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১১৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ২০৯৫ পয়েন্টে অবস্থান করেছে।
আরও পড়ুন: আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
আজ ডিএসইতে ৮০১ কোটি ৭১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭০৩ কোটি ০২ লাখ ৭৫ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৫টি কোম্পানির, বিপরীতে ১৩৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
ঢাকা/এসএইচ