বিকালে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

- আপডেট: ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১০২২০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বোর্ড সভা ক রবে। সভায় কোম্পাগুলো শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা করবে।
কোম্পানিগুলো হলো— লঙ্কাবাংলা ফাইন্যান্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ট্যানারী এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ।
কোম্পানিগুলোর মধ্যে লঙ্কাবাংলা ফাইন্যান্স বিকাল ৩টায় বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে কোম্পানিটি চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন ও জুলাই-সেপ্টেম্বর সময়ের তিনটি প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন (ইপিএস) প্রকাশ করবে। গত অর্থবছরে প্রতিষ্ঠানটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
অন্যদিকে, চামড়া খাতের অ্যাপেক্স ট্যানারী ও বস্ত্র খাতের ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। গত বছর অ্যাপেক্স ট্যানারী দিয়েছে ৫ শতাংশ ক্যাশ, আর ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং দিয়েছে ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। অ্যাপেক্স ট্যানারীর বোর্ড সভা বিকাল ৪টায়, আর ফারইস্ট নিটিংয়ের সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
এদিকে, বীমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স বিকাল ৩টায় অনুষ্ঠিত বোর্ড সভায় জুলাই-সেপ্টেম্বর ২০২৫ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (ইপিএস) প্রকাশ করবে।
ঢাকা/এসএইচ