পুঁজিবাজারের উন্নয়নে বিআইসিএম ও ব্র্যাক ইপিএলের মধ্যে চুক্তি
- আপডেট: ০৪:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ১০২২৮ বার দেখা হয়েছে
আর্থিক শিক্ষা, বাজার গবেষণা এবং দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড (ব্র্যাক ইপিএল)।
এই চুক্তির মাধ্যমে বিনিয়োগকারী সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশের পুঁজিবাজারে একাডেমিক জ্ঞান ও বাস্তব ইন্ডাস্ট্রি চাহিদার মধ্যকার ব্যবধান কমানোর একটি কাঠামো প্রতিষ্ঠিত হলো।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিআইসিএমের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার আহসানুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএমের অ্যাসোসিয়েট প্রফেসর ফয়সাল আহমদ খান এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ সালিম আফজাল শাওন।
তিন বছর মেয়াদি এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান শিক্ষার্থী, পেশাজীবী এবং খুচরা বিনিয়োগকারীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে। এই সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতার দ্বিমুখী বিনিময় নিশ্চিত করা হবে।
বিআইসিএম ব্র্যাক ইপিএল পেশাজীবীদের জন্য কাস্টমাইজড প্রশিক্ষণ মডিউল তৈরি করবে, আর ব্র্যাক ইপিএলের পেশাজীবীরা বিআইসিএমের বিভিন্ন প্রোগ্রামে অতিথি বক্তা হিসেবে অংশ নিয়ে বাস্তব বাজারভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি, যোগ্য বিআইসিএম শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও সেক্টরাল অ্যাটাচমেন্টের সুযোগ প্রদান করা হতে পারে, যা ভবিষ্যতে কর্মসংস্থানের পথও তৈরি করতে পারে।
ঢাকা/এসএইচ
































