০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

ভুয়া খবর ঠেকাতে ফেসবুকের ‘হেলথ ফ্যাক্ট চেক’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • / ৪১৪৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ভুয়া খবর এড়ানোর জন্য সম্প্রতি ভারতে ‘হেলথ ফ্যাক্ট চেক’ নামে ফ্যাক্ট চেকিং সংস্থা প্রতিষ্ঠা করেছে ফেসবুক। এটি ব্যবহারকারীদের সব ধরনের বিভ্রান্তিকর খবর এড়িয়ে চলতে সাহায্য করবে। ইন্ডিয়া টিভির এক প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে।

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, ‘হেলথ ইন্ডিয়া প্রজেক্টের সঙ্গে মিলিত হয়ে আমরা ফ্যাক্ট চেকিং সংস্থাটি প্রতিষ্ঠা করেছি। এর প্রধান উদ্দেশ্য ফেসবুক থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য সরিয়ে দেওয়া।’ ফেসবুক এক বিবৃতিতে বলেছে, ‘থার্ড পার্টি ফ্যাক্ট চেকাররা ভুয়া তথ্য শনাক্তে কাজ করছে। তদের কাছে কোনো কনটেন্ট মিথ্যা প্রমাণ হলে সে বিষয়ে আমাদের অবহিত করছে। তখন আমরা ব্যবহারকারীর নিউজ ‍ফিডে এর কার্যকারিতা কমিয়ে দিই।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফেসবুক আরও বলেছে, ‘বার বার ভুয়া তথ্য ছড়াতে থাকলে আমরা ব্যবহারকারীর অ্যাকাউন্ট রিমুভ করে দিই। প্ল্যাটফর্মটিকে আমরা বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষিত রাখতে চাই।’

ইন্ডিয়া টিভির খবরে বলা হয়, ভুয়া খবর সরানোর জন্য এর আগেও কঠোর পদক্ষেপ নিয়েছে ফেসবুক। বিশেষ করে করোনা ও ভ্যাকসিন সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য সরাতে নতুন নীতিমালা গ্রহণ করেছে। তারা ১০টি ফ্যাক্ট চেকিং সংস্থার সঙ্গে ফেলোশিপ শুরু করেছে। কিন্তু ফেসবুক কতৃপক্ষের এমন নীতিমালার কারণে বেশিরভাগ ব্যবহারকারীই নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছেন। এই বিষয়ে অনেক অভিযোগ এসেছে বলেও জানা গেছে।

ফেসবুকে কোনো পোস্ট যদি ভুয়া প্রমাণিত হয়, তাহলে সেটি প্ল্যাটফর্মটির অ্যালগরিদমের নিচের দিকে চলে যায়। ফলে পোস্টটির রিচ কমে যায় এবং অন্যরা সেটি দেখতে পায় না। একই সঙ্গে যে পেজ থেকে সেটি দেওয়া হয়েছে, তার বিজ্ঞাপন কিছু সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যায়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x

ভুয়া খবর ঠেকাতে ফেসবুকের ‘হেলথ ফ্যাক্ট চেক’

আপডেট: ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১

বিজনেস জার্নাল ডেস্ক: ভুয়া খবর এড়ানোর জন্য সম্প্রতি ভারতে ‘হেলথ ফ্যাক্ট চেক’ নামে ফ্যাক্ট চেকিং সংস্থা প্রতিষ্ঠা করেছে ফেসবুক। এটি ব্যবহারকারীদের সব ধরনের বিভ্রান্তিকর খবর এড়িয়ে চলতে সাহায্য করবে। ইন্ডিয়া টিভির এক প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে।

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, ‘হেলথ ইন্ডিয়া প্রজেক্টের সঙ্গে মিলিত হয়ে আমরা ফ্যাক্ট চেকিং সংস্থাটি প্রতিষ্ঠা করেছি। এর প্রধান উদ্দেশ্য ফেসবুক থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য সরিয়ে দেওয়া।’ ফেসবুক এক বিবৃতিতে বলেছে, ‘থার্ড পার্টি ফ্যাক্ট চেকাররা ভুয়া তথ্য শনাক্তে কাজ করছে। তদের কাছে কোনো কনটেন্ট মিথ্যা প্রমাণ হলে সে বিষয়ে আমাদের অবহিত করছে। তখন আমরা ব্যবহারকারীর নিউজ ‍ফিডে এর কার্যকারিতা কমিয়ে দিই।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফেসবুক আরও বলেছে, ‘বার বার ভুয়া তথ্য ছড়াতে থাকলে আমরা ব্যবহারকারীর অ্যাকাউন্ট রিমুভ করে দিই। প্ল্যাটফর্মটিকে আমরা বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষিত রাখতে চাই।’

ইন্ডিয়া টিভির খবরে বলা হয়, ভুয়া খবর সরানোর জন্য এর আগেও কঠোর পদক্ষেপ নিয়েছে ফেসবুক। বিশেষ করে করোনা ও ভ্যাকসিন সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য সরাতে নতুন নীতিমালা গ্রহণ করেছে। তারা ১০টি ফ্যাক্ট চেকিং সংস্থার সঙ্গে ফেলোশিপ শুরু করেছে। কিন্তু ফেসবুক কতৃপক্ষের এমন নীতিমালার কারণে বেশিরভাগ ব্যবহারকারীই নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছেন। এই বিষয়ে অনেক অভিযোগ এসেছে বলেও জানা গেছে।

ফেসবুকে কোনো পোস্ট যদি ভুয়া প্রমাণিত হয়, তাহলে সেটি প্ল্যাটফর্মটির অ্যালগরিদমের নিচের দিকে চলে যায়। ফলে পোস্টটির রিচ কমে যায় এবং অন্যরা সেটি দেখতে পায় না। একই সঙ্গে যে পেজ থেকে সেটি দেওয়া হয়েছে, তার বিজ্ঞাপন কিছু সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যায়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: