প্রেম নিয়ে মুখ খুললেন নুসরাতের স্বামী

- আপডেট: ০৪:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১০৩৯০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী ত্রিধা চৌধুরীর প্রেমের গুঞ্জন চলছে বেশ কিছু দিন ধরেই। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম বিভিন্ন জায়গায় তাদের নিয়ে মুখরোচক নানা খবর ছড়াচ্ছিল। কিন্তু তারা ছিলেন মুখে কুলুপ এঁটে।
মঙ্গলবার (৬ জুলাই) একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে মুখ খোলেন ত্রিধা। তিনি জানান, নিখিলের সঙ্গে তার স্রেফ বন্ধুত্ব। এবং সেই বন্ধুত্ব স্কুল জীবন থেকেই। তাছাড়া নুসরাতের সঙ্গে বিচ্ছেদের ফলে নিখিল যেই মানসিক বিপর্যয়ে আছেন, সেটা কাটিয়ে তুলতে সাহায্য করছেন বলেও জানান ত্রিধা।
এবার ত্রিধার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নিখিল জৈন। কলকাতার একটি গণমাধ্যমে তিনিও একই সুরে কথা বললেন। নিখিলের ভাষ্য, ‘ত্রিধা আমার স্কুলের জুনিয়র। খুব ভালো বন্ধু আমরা। ও মুম্বাই থেকে কলকাতায় এলে দেখা করি। পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলে তো ভালোই লাগবে।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ত্রিধার বক্তব্যের সূত্র ধরে নিখিল বলেন, ‘ও একদম ঠিকই বলেছে। দেখুন, ত্রিধার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে চারদিকে নানা কথা বলা হচ্ছে। আমি যদি ত্রিধাকে ডেট করতাম, তাহলে সেটা সকলকে জানিয়েই করতাম; এতে লুকোছাপার কিছু নেই। মুম্বাই থেকে বন্ধু এলে তার সঙ্গে কফি খেতে যাব না? যাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু লোকে সামান্য কফি খেতে যাওয়া নিয়েও গল্প তৈরি করে দিচ্ছে। আমরা তো অনেক দিনের বন্ধু, আজ হঠাৎ বন্ধুত্ব নিয়ে এত চর্চা কেন?’
প্রসঙ্গত, নুসরাতের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নিখিল জৈনের সঙ্গে যোগাযোগ বেড়েছে ত্রিধার। কিছু দিন আগে তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘বিষাক্ত দাম্পত্যের চেয়ে বিচ্ছেদ অনেক ভালো।’ কথাটা যে তিনি নুসরাত-নিখিল সম্পর্কেই বলেছেন, তা সহজেই বোঝা যায়। আবার নিখিলও তার ইনস্টাগ্রামে প্রেমের ইঙ্গিত দিয়ে পোস্ট করেছেন। সেসব ঘিরেই তাদের প্রেমের গুঞ্জনের ডালপালা গজায়।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- এসকে সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত
- ভারতে স্বাস্থ্যমন্ত্রীসহ ৯ মন্ত্রীর পদত্যাগ
- ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ব্রিটিশ আমেরিকান টোবাকো
- শেয়ার দর কমার শীর্ষে অলটেক্সে ইন্ডাস্ট্রিজ
- বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে আইএসএন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তামিম
- সূচকের সাথে কমেছে লেনদেনও
- রেকর্ড পরিমাণ কালো টাকা সাদা হলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ পায়নি পুঁজিবাজার
- খুলনা বিভাগে রেকর্ড ৬০ জনের মৃত্যু
- কাল স্পট মার্কেটে যাচ্ছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- রাজধানীতে বৃষ্টি-লকডাউন, তবুও সড়কে মানুষের সরব উপস্থিতি