চা খেলে কি ত্বকের ক্ষতি হয়?

- আপডেট: ০৪:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১০৪৭১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চা খাবেন? এমন প্রশ্নের উত্তরে অনেককে বলতে শোনা যায়- ‘না বাবা, চা খাবো না, চা খেলে গায়ের রং কালো হয়ে যাবে!’ এমনটা আপনার পরিচিত কারও না কারও মুখে শুনেছেন নিশ্চয়ই। অনেকে মনে করেন চা খাওয়ার অভ্যাস হয়ে গেলে তা শারীরিক নানা ক্ষতির কারণ হতে পারে। চা পান না করার পেছনে এই ‘অজুহাত’ কতটা যৌক্তিক? চা খেলে কি আসলেই গায়ের রং কালো হয়ে যায়? চা কি শারীরিক নানা ক্ষতির কারণ হতে পারে? চলুন জেনে নেওয়া যাক-
চা ত্বকের ক্ষতি করে না
নিয়মিত চা পান করলে তা ক্ষতি করে না বরং অনেক ধরনের উপকারিতা নিয়ে আসে। তবে তা খেতে হবে পরিমিত। সব খাবারেরই একটি মাত্রা রয়েছে, কোনো খাবার বেশি খেয়ে ফেললে তার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবেই। চায়ের ক্ষেত্রেও এটি সত্যি। তবে প্রতিদিন দুই-তিন কাপ চা ক্ষতি নয়, বরং উপকার করে। শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে চা। সেইসঙ্গে বাড়ায় ত্বকের উজ্জ্বলতা।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
করোনাকালে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুরুত্ব সম্পর্কে জেনেছি। এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় হলো বেছে বেছে সঠিক খাবার খাওয়া। যেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ভেতরে রয়েছে চায়ের নাম। বিভিন্ন ধরনের ভেষজ চা এই তালিকায় এগিয়ে রয়েছে। প্রতিদিন এককাপ আদা দেওয়া চা খেলে সুস্থ থাকবেন অনেকটাই। সুস্থ থাকলে তার ছাপ পড়বে ত্বকেও।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মানসিক চাপ কমায়
মানসিক চাপ আমাদের নানাভাবে ক্ষতি করে। হতাশা, স্ট্রেস ইত্যাদি থেকে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেওয়াও অস্বাভাবিক নয়। মানসিক চাপের মুখে মন দিয়ে কাজ করাও সম্ভব হয় না। এর প্রভাব পড়ে আমাদের জীবনযাপনে। কিন্তু আপনি জানেন কি, মানসিক চাপ কাটাতে চা বেশ উপকারী পানীয়? প্রতিদিন চা পান করলে তা আপনাকে অনেকটাই স্ট্রেসমুক্ত রাখবে। হতাশা না থাকলে চেহারায়ও ক্লান্তি আসবে না।
শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে
রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে তা আমাদের মারাত্মক সব অসুখের কারণ হতে পারে। সুস্থ থাকার জন্য শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকা জরুরি। আর এ কাজে আপনাকে সাহায্য করতে পারে এককাপ চা। প্রতিদিন চা খেলে রক্ত চলাচল স্বাভাবিক হয়। এর ফলে ত্বকও থাকে সতেজ ও উজ্জ্বল।
প্রদাহ কমায়
শুধু কফিতে নয়, চায়েও থাকে ক্যাফেইন। এই ক্যাফেইনের রয়েছে অনেক ভালো গুণ। তার ভেতরে একটি হলো, এটি শরীরে সৃষ্ট ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে। তাই প্রদাহ থেকে দূরে থাকতে নিয়মিত চা পান করুন। তবে অতিরিক্ত দুধ-চিনি মেশানো থেকে বিরত থাকুন, কারণ অতিরিক্ত দুধ-চিনি মিশিয়ে চা পান করলে তা উপকারের বদলে ক্ষতি করবে বেশি।
হজমশক্তি বাড়ায়
যারা হজম সংক্রান্ত নানা সমস্যায় ভুগছেন তারা নিয়মিত চা পান করতে পারেন। কারণ হজমের সমস্যা দূর করতে সাহায্য করে এই উপকারী পানীয়। নিয়মিত চা খেলে তা হজমশক্তি বাড়ায়। আর হজমশক্তি ভালো হলে তা শরীরকে নানা অসুখ থেকে দূরে রাখে। হজমশক্তি ভালো হলে ত্বকও থাকে ব্রণ ও দাগমুক্ত।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- পুনরায় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার
- একসঙ্গে সময় কাটাচ্ছেন নুসরাত-যশ!
- ইভ্যালির গ্রাহকদের ২১৪ কোটি টাকা ফেরত দেওয়ার দাবি
- মঙ্গলবার থেকে মডার্নার টিকাদান শুরু
- টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর!
- মেসিকে শাকিবের শুভেচ্ছা, ব্রাজিলের জন্য সান্ত্বনা
- সেই ম্যারাডোনাই দেখলেন না মেসির মুখের এই হাসি
- দুই পরিচালকের ১ কোটি ৮০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ার বিক্রিতে আরও ৩০ দিন সময় পেল বিপিডিবি
- চাকরির বিধি সংশোধন: ডিএসই-সিএসইতে নিয়োগ-ছাঁটাই বন্ধ
- খুলনা বিভাগে ২৪ ঘন্টায় আরও ৬০ জনের মৃত্যু
- আগস্টে আসছে ফাইজারের আরও ৬০ লাখ টিকা
- কাল থেকে খোলা বিমা কোম্পানির অফিস
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর লেনদেন ৪৩৬ কোটি টাকার
- রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৯ জনের মৃত্যু