আগামীকাল আলিফ গ্রুপের সংবাদ সম্মেলন

- আপডেট: ০৪:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১০৩৪১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোস্পানি সি অ্যান্ড এ টেক্সটাইলসকে অধিগ্রহণ করবে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আলিফ গ্রুপ। ইতোমধ্যে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিকে অধিগ্রহণের সম্মতি দিয়েছে। এরই ধরাবাহিকতায় সি অ্যান্ড এ টেক্সটাইলের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আলিফ গ্রুপ।
আগামীকাল সোমবার (১ নভেম্ববর) দুপুর ১২টায় রাজধানীর গুলশান ক্লাবে এ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
আলিফ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের গত ৭ অক্টোবর আলিফ গ্রুপকে পুঁজিবাজারে তালিকাভুক্ত সি অ্যান্ড এ টেক্সটাইল কোম্পানি অধিগ্রহণের সদয় সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘জেড’ ক্যাটাগরির সি অ্যান্ড এ টেক্সটাইলের কার্যক্রম গত পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। এ অবস্থায় আমরা কোম্পানি অধিগ্রহণ করে পুনরুজ্জীবিত করতে চাই। সেই পথ পরিক্রমায় সি অ্যান্ড এ টেক্সটাইলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আলিফ গ্রুপের গ্রুপ সচিব গোলাম মোস্তফা রাসেল বলেন, সি অ্যান্ড এ টেক্সটাইলকে অধিগ্রহণের বিষয়ে সংবাদ সম্মেলন হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিমুল ইসলাম, কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/এমটি