০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফারইস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান ও পরিচালককে জরিমানা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৪৭৮ বার দেখা হয়েছে

পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করায় ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এম.এ খালেক ও পরিচালক রুবাইয়াত খালেদকে ১৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিএসইসির ৭৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এম.এ খালেক ৩২ লাখ ৮১ হাজার ২৬৬টি এবং রুবাইয়াত খালেদ ২৬ হাজার ৭৭৭টি শেয়ার পূর্ব ঘোষণা ছাড়া বিক্রি করেন। এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা কমিশনের নোটিফিকেশন নম্বার এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩ এবং সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরন বিধিমালা ভঙ্গ করেছেন।

উপরোক্ত সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন এম.এ খালেককে ১০ লাখ টাকা এবং রুবাইয়াত খালেদকে ৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে জরিমানার টাকা পরিশোধ না করা পর্যন্ত তাদের বিও হিসাব ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন

ফারইস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান ও পরিচালককে জরিমানা

আপডেট: ০৬:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০

পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করায় ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এম.এ খালেক ও পরিচালক রুবাইয়াত খালেদকে ১৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিএসইসির ৭৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এম.এ খালেক ৩২ লাখ ৮১ হাজার ২৬৬টি এবং রুবাইয়াত খালেদ ২৬ হাজার ৭৭৭টি শেয়ার পূর্ব ঘোষণা ছাড়া বিক্রি করেন। এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা কমিশনের নোটিফিকেশন নম্বার এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩ এবং সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরন বিধিমালা ভঙ্গ করেছেন।

উপরোক্ত সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন এম.এ খালেককে ১০ লাখ টাকা এবং রুবাইয়াত খালেদকে ৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে জরিমানার টাকা পরিশোধ না করা পর্যন্ত তাদের বিও হিসাব ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে।