নিয়োগ দেবে পল্লী সঞ্চয় ব্যাংক

- আপডেট: ০৬:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১০৩৬৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পল্লী সঞ্চয় ব্যাংক। ব্যাংকটিতে তিনটি ভিন্ন পদে মোট ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পদের নাম: সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার, সিস্টেম এনালিস্ট, সিনিয়র প্রিন্সিপ্যাল।
পদসংখ্যা: মোট ১২৬ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সকল পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন: সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার, সিস্টেম এনালিস্ট পদের বেতন ৪৩০০০-৬৯৮৫০/-টাকা, সিনিয়র প্রিন্সিপ্যাল পদের বেতন ৩৫৫০০-৬৭০১০/-টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা (erecruitment.bb.org.bd) অনলাইলনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন, ২০২২।
সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।

ঢাকা/এসএম