মাঙ্কিপক্স রূপান্তরের প্রমাণ নেই : ডব্লিউএইচও

- আপডেট: ১২:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১০৩৬৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বিশ্বজুড়ে মাঙ্কিপক্সে আরও মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলেও রোগটির বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা। আগামী কয়েক সপ্তাহে আরও বেশি মানুষের মাঙ্কিপক্স শনাক্ত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থটি। তবে এ পর্যন্ত ভাইরাসটি রূপান্তরিত হওয়ার কোনো প্রমাণ মেলেনি জানিয়েছে ডব্লিউএইচও। খবর বিবিসির।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সংস্থাটি জানিয়েছে, আফ্রিকার বাইরে যেসব দেশে এখনো মাঙ্কিপক্সে সংক্রামিত রোগী শনাক্ত হয়নি সেই সব দেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব। আফ্রিকার বাইরে এই ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ১৬টি দেশে। এসব দেশের রোগীর সংখ্যা একশর বেশি। এই পরিস্থিতিতে ডব্লিউএইচওর পক্ষ থেকে এমন তথ্য জানানো হলো।
আফ্রিকায় এই ভাইরাসের সংক্রমণ ছড়ায় প্রায়শই। তবে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এতদিন রোগটির প্রাদুর্ভাব দেখা যায়নি। এ প্রসঙ্গে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ সোমবার সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি বলেন, ‘মানুষ থেকে মানুষে যাতে এই ভাইরাস না ছড়ায়, এটা আমরা চাই। যেসব দেশে এই ভাইরাস এখনো ছড়ায়নি সেসব দেশে আমরা এমন পদক্ষেপ নিতে পারি। এ পর্যন্ত ভাইরাসটি রূপান্তরিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।’ তিনি বলেন, যদিও ভাইরাসটির প্রাদুর্ভাব খানিকটা অস্বাভাবিক। তারপরও বলা যায়, অন্যান্য ভাইরাসজনিত রোগ যেমন কোভিডের মতো এটি সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না।
ঢাকা/এসএম