১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

বিজয় আমাদেরই হবে: জেলেনস্কি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • / ১০২৪২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: রাশিয়ান সামরিক বাহিনীর মাধ্যমে সৃষ্ট বিপদের বিষয়টি উড়িয়ে দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রথমে তারা হুমকির মতো ছিল। এরপর বিপজ্জনক মনে হয়েছে। আর এখন মনে হয় কেবল একটি তিক্ত হাসি। 

শুক্রবার (৩ জুন) দেশবাসীর উদ্দেশে রাত্রিকালীন নিয়মিত ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি। রাশিয়ান আক্রমণের শততম দিন উপলক্ষে ভিডিওতে তিনি এসব কথা বলেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জেলনস্কি বলেন, রাশিয়ান বাহিনী কি করেছে? যুদ্ধাপরাধ, লজ্জা এবং ঘৃণা। এ সময় তিনি জোর দিয়ে বলেন, বিজয় আমাদেরই হবে। এ ছাড়া অস্ত্র পাওয়ার ব্যাপারে তিনি ‘ভালো খবরের’ আশা করছেন বলেও ভিডিও বক্তব্যে জানান। 

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়া এই অভিযানকে বিশেষ সামরিক অভিযান বলে আসছে এবং ইউক্রেনকে ‘নিরস্ত্রীকরণ এবং নাৎসিমুক্ত’ করতে এই অভিযান বলে দাবি করে আসছে দেশটি। অভিযানের শুরুর দিকে রাশিয়ান সেনারা কিয়েভ দখলের চেষ্টা চালায়। যদিও অভিযান এক মাস চলার পরও কিয়েভ দখল করতে পারেনি তারা। পরে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক এবং দোনেৎস্কে সামরিক অভিযানে মনোযোগ দেবে। 

এরপর তাদের অভিযানের মূল্য লক্ষ্য হয়ে উঠে এই অঞ্চলগুলো। তবে কিয়েভ দখল চেষ্টার সময় রাশিয়ান সেনারা যেমন ইউক্রেনীয় সেনাদের কঠোর প্রতিরোধের মুখে পড়েছিল, এই অঞ্চলেও তেমনি প্রতিরোধের মুখে পড়েছে। এ ছাড়া এই অভিযানের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপরে পাশ্চাত্যের দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

বিজয় আমাদেরই হবে: জেলেনস্কি

আপডেট: ১২:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: রাশিয়ান সামরিক বাহিনীর মাধ্যমে সৃষ্ট বিপদের বিষয়টি উড়িয়ে দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রথমে তারা হুমকির মতো ছিল। এরপর বিপজ্জনক মনে হয়েছে। আর এখন মনে হয় কেবল একটি তিক্ত হাসি। 

শুক্রবার (৩ জুন) দেশবাসীর উদ্দেশে রাত্রিকালীন নিয়মিত ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি। রাশিয়ান আক্রমণের শততম দিন উপলক্ষে ভিডিওতে তিনি এসব কথা বলেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জেলনস্কি বলেন, রাশিয়ান বাহিনী কি করেছে? যুদ্ধাপরাধ, লজ্জা এবং ঘৃণা। এ সময় তিনি জোর দিয়ে বলেন, বিজয় আমাদেরই হবে। এ ছাড়া অস্ত্র পাওয়ার ব্যাপারে তিনি ‘ভালো খবরের’ আশা করছেন বলেও ভিডিও বক্তব্যে জানান। 

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়া এই অভিযানকে বিশেষ সামরিক অভিযান বলে আসছে এবং ইউক্রেনকে ‘নিরস্ত্রীকরণ এবং নাৎসিমুক্ত’ করতে এই অভিযান বলে দাবি করে আসছে দেশটি। অভিযানের শুরুর দিকে রাশিয়ান সেনারা কিয়েভ দখলের চেষ্টা চালায়। যদিও অভিযান এক মাস চলার পরও কিয়েভ দখল করতে পারেনি তারা। পরে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক এবং দোনেৎস্কে সামরিক অভিযানে মনোযোগ দেবে। 

এরপর তাদের অভিযানের মূল্য লক্ষ্য হয়ে উঠে এই অঞ্চলগুলো। তবে কিয়েভ দখল চেষ্টার সময় রাশিয়ান সেনারা যেমন ইউক্রেনীয় সেনাদের কঠোর প্রতিরোধের মুখে পড়েছিল, এই অঞ্চলেও তেমনি প্রতিরোধের মুখে পড়েছে। এ ছাড়া এই অভিযানের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপরে পাশ্চাত্যের দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।

ঢাকা/এসএ