১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আরও সহজ হচ্ছে ফেসবুক মেসেঞ্জার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • / ১০৮১৩ বার দেখা হয়েছে

A 3D plastic representation of the Facebook logo is seen in this illustration in Zenica, Bosnia and Herzegovina, May 13, 2015. REUTERS/Dado Ruvic

অর্থকথা ডেস্ক: অপ্রয়োজনীয় ফিচার সরিয়ে সহজ ইন্টারফেসের নতুন ম্যাসেঞ্জার আনার কথা জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আপাতত নতুন ম্যাসেঞ্জার পরীক্ষামূলক অবস্থায় আছে আর দ্রুতই সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

ম্যাসেঞ্জারে কাউকে খুঁজে চ্যাট করা একটা ঝামেলা। স্টোরি, সার্চ, অ্যাকটিভ আর ফেভারিট কনট্যাক্টসের কারণে জটিলতা বেড়েছে। গেইম, অপশনস আর অন্যান্য ট্যাবের কারণে নিচে নেভিগেশন বারও হয়ে গেছে বিরক্তিকর। এবার এ সবকিছু সরানো হবে বলে জানিয়েছেন ম্যাসেঞ্জার বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড মার্কাস।

হয়ত ম্যাসেঞ্জার লাইট বা অন্যান্য ম্যাসেঞ্জারের কাছে বাজার হারিয়ে তারা বুঝতে পেরেছেন ব্যবহারকারীরা চ্যাট করাই প্রয়োজন মনে করেন, গেইম খেলা নয়। নতুন ইন্টারফেইসে ন্যাভিগেশন বারে থাকবে শুধু তিনটি অপশন, চ্যাট, গ্রুপ আর অপশনস। ওপরের ডান কোনায় নিউ ম্যাসেজ, ভিডিও কল আর স্টোরি তিনটি বাটন থাকবে।

পুরো ইন্টারফেস চাইলে ডার্কমোড করারও সুবিধা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আরও সহজ হচ্ছে ফেসবুক মেসেঞ্জার

আপডেট: ০৫:১৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮

অর্থকথা ডেস্ক: অপ্রয়োজনীয় ফিচার সরিয়ে সহজ ইন্টারফেসের নতুন ম্যাসেঞ্জার আনার কথা জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আপাতত নতুন ম্যাসেঞ্জার পরীক্ষামূলক অবস্থায় আছে আর দ্রুতই সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

ম্যাসেঞ্জারে কাউকে খুঁজে চ্যাট করা একটা ঝামেলা। স্টোরি, সার্চ, অ্যাকটিভ আর ফেভারিট কনট্যাক্টসের কারণে জটিলতা বেড়েছে। গেইম, অপশনস আর অন্যান্য ট্যাবের কারণে নিচে নেভিগেশন বারও হয়ে গেছে বিরক্তিকর। এবার এ সবকিছু সরানো হবে বলে জানিয়েছেন ম্যাসেঞ্জার বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড মার্কাস।

হয়ত ম্যাসেঞ্জার লাইট বা অন্যান্য ম্যাসেঞ্জারের কাছে বাজার হারিয়ে তারা বুঝতে পেরেছেন ব্যবহারকারীরা চ্যাট করাই প্রয়োজন মনে করেন, গেইম খেলা নয়। নতুন ইন্টারফেইসে ন্যাভিগেশন বারে থাকবে শুধু তিনটি অপশন, চ্যাট, গ্রুপ আর অপশনস। ওপরের ডান কোনায় নিউ ম্যাসেজ, ভিডিও কল আর স্টোরি তিনটি বাটন থাকবে।

পুরো ইন্টারফেস চাইলে ডার্কমোড করারও সুবিধা দেওয়া হচ্ছে।