লুজারের শীর্ষে যেসব কোম্পানি

- আপডেট: ০৪:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১০২৯০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ জুলাই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১৮টির বা ৮৩.২৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লিবরা ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের কার্যদিবস বৃহস্পতিবার লিবরা ইনফিউশনের দর ছিল ৯৫১ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯০২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪৯ টাকা ৪০ পয়সা বা ৫.১৮ শতাংশ দর কমেছে। এর মাধ্যমে লিবরা ইনফিউশন ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে এবি ব্যাংকের ২ শতাংশ, প্রভাতি ইন্সুরেন্সের ২ শতাংশ, রিংশাইন টেক্সটাইলের ২ শতাংশ, সমরিতা হসপিটালের ২ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ১.৯৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৯ শতাংশ, ফরচুন সুজের ১.৯৯ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ দর কমেছে।
ঢাকা/এসএ