বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

- আপডেট: ০২:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১০৩৬৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ছিল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার। লেনদেনে অংশ নেয়া ৩৭৯ প্রতিষ্ঠানের মধ্যে ২৩৪টির দর বেড়েছে, ৫৪টির দর কমেছে, ৯১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল হাউজিংয়ের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের কার্যদিবস বুধবার ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ৪৫ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৯ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১০ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৯.৯৮ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৯.৯৮ শতাংশ, জিকিউ বলপেনের ৯.৯৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৯৩ শতাংশ, হাক্কানী পাল্পের ৯.৯২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৯১ শতাংশ, আরএসআরএম স্টিলের ৯.৮৯ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৯.৬৭ শতাংশ দর বেড়েছে।
আরো পড়ুন: টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি
ঢাকা/এসএ