তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

- আপডেট: ১০:২৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৫৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আলী হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে ছিল তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে বলে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিজি প্রেসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানিয়েছি।
আরও পড়ুন: যাত্রাবাড়ীর আগুন নিয়ন্ত্রণে
ঢাকা/টিএ