ইমরানকে ‘বিশ্ব মিথ্যুক’ বললেন শাহবাজ

- আপডেট: ১১:৩২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) নেতা ইমরান খানের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরান ‘প্রতারক’ এবং ‘বিশ্বের সবচেয়ে বড় মিথ্যুক’। মঙ্গলবার দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানায়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রধানমন্ত্রী হওয়ার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে শাহবাজ বলেন, ভোটকে কেন্দ্র করে পাকিস্তানের সমাজে ‘ভয়ংকর মেরূকরণ’ করেছেন পিটিআই নেতা। তাঁর অভিযোগ, ২০১৮ সালে ক্ষমতায় আসার পর ইমরান পাকিস্তানের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র- উভয় ক্ষেত্রে অবর্ণনীয় ক্ষতি করেছেন।
ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যাপক বন্যায় কোটি কোটি ডলারের ক্ষতির পরিপ্রেক্ষিতে পাকিস্তান বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিন পার করছে। দেশটির বিদেশি ঋণের পরিমাণও আকাশচুম্বী। বেড়েছে মুদ্রাস্ফীতিও। ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরানকে ‘প্রতারক’ উল্লেখ করে শাহবাজ বলেন, তিনি পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করে গেছেন। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।
এ বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়লেও এখনও বেশ জনপ্রিয় ইমরান। তাঁকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। এরপরই ক্ষমতায় আসেন পিএলএমএন নেতা সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।
আরও পড়ুন: সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মানহানির মামলা
ঢাকা/এসএ