ফার কেমিক্যালের স্পিনিং ইউনিটের উৎপাদন শুরু

- আপডেট: ০৪:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১০৪২৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: স্পিনিং ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ ১৭ অক্টোবর থেকে কোম্পানিটির স্পিনিং ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, ফার কেমিক্যালের স্পিনিং ইউনিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। প্রতিদিন স্পিনিং ইউনিটে উৎপাদন ক্ষমতা ১৮ টন।
কোম্পানিটি আরও জানায়, আজ ১৭ অক্টোবর থেকে কোম্পানিটির পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। কোম্পানির স্পিনিং ইউনিট আগামী মাস থেকে বাণিজ্যিক উৎপাদনে যাবে।
এই প্রজেক্টে ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। ফার কেমিক্যাল স্পিনিং ইউনিটের মাধ্যমে প্রতিদিন প্রায় ৬৬ হাজার ৬০০ মার্কিন ডলার রাজস্ব আসবে। আর বছরে কোম্পানিটির ২ কোটি ৩৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার রাজস্ব আসবে।
কোম্পানিটি আশা করছে বছরে ১৫ শতাংশ মুনাফা আসবে।
আরও পড়ুন: ১৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা