ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

- আপডেট: ০২:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১০৩৩১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে প্রায় একঘণ্টা ধরে ওই সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
নিহত সাদিয়া স্থানীয় গোমতা এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সড়ক অবরোধঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাসের যাত্রী নোমান বিন আশ্রাফ বলেন, ‘ঢাকা থেকে কুমিল্লার দিকে ফিরছিলাম। মেয়েটা রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক তাকে চাপা দেয়। তার মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে যায়। এরপর আমাদের বাসসহ সব গাড়ি বন্ধ করে দেয় স্থানীয়রা। এখনও বিক্ষোভ চলছে।’
আরও পড়ুন: জনগণের কল্যাণের জন্যই পুলিশ: খাদ্যমন্ত্রী
কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, ‘ঘটনার পর থেকে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। মহাসড়ক থেকে মানুষকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকটি আমাদের হেফাজতে আছে।’
ঢাকা/এসএ