বাজার মূলধন কমছে হাজার কোটি টাকা, লেনদেন তলানিতে

- আপডেট: ১২:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ১০৪২৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (০৪ থেকে ০৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ৩৫ কোটি ৪০ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনও নেমেছে তলানিতে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৪.০৬ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৭৪৭ কোটি ২৬ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬২ হাজার ৭১২ কোটি টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি কমেছে ১ হাজার ৩৪ কোটি ৪০ লাখ টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধারা দেখা গেছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ৭১২ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬৩ হাজার ৭৪৭ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন কমেছে ১ হাজার ৩৫ কোটি টাকা।
আরও পড়ুন: ডিএসই’র পিই রেশিও কমেছে
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ ৯২৪ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৮৭ কোটি ১৭ লাখ ৫০ হাজার ৫৮২ টাকার বা ২৪.০৬ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৭ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ কমে ৬ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১২ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে ২ হাজার ২০৩ পয়েন্টে নেমেছ। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.৭০ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ কমেছে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৭৫টির। আর ২৭৭টির দাম ছিল অপরিবর্তিত।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থায় লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ৮১ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৭৭২ টাকা। যা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকা।
ঢাকা/টিএ