০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ক্যাম্পাস এলাকায় ক্রিকেট-ফুটবলে ব্যস্ত ছাত্রলীগ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৪৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর থেকে সরব অবস্থানে রয়েছে ছাত্রলীগ। বিএনপি নেতাকর্মীরা ‘সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে পারে’ এমন শঙ্কা থেকে শনিবার (১০ ডিসেম্বর) তাদের প্রতিহত করতে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রাস্তাগুলোতে যানবাহন প্রায় ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় ক্রিকেট ও ফুটবল খেলে সময় পার করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিন সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এছাড়াও কেন্দ্রীয় নেতারা শোডাউন দিচ্ছেন ক্যাম্পাস ও তার আশেপাশের এলাকায়। সকাল থেকেই নেতাকর্মীকে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে গাড়ি ও পথচারীদের তল্লাশি চালাতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পথচারীদের আগমন কমে যায়। খেলাধুলা করে এই সুযোগ কাজে লাগাচ্ছেন তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্পটে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা এখন ক্রিকেট আর ফুটবল খেলে সময় পার করছেন। সরেজমিনে দেখা যায়,  শাহবাগ থানার সামনে, জাতীয় জাদুঘরের সামনে, হাইকোর্টের সামনে ও টিএসসি এলাকায় স্ট্যাম্প ও চেয়ার পেতে ক্রিকেট খেলছেন তারা। নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে একপাশে জহুরুল হক ছাত্রলীগ ক্রিকেট খেলছে, আর অন্য পাশে ফুটবল খেলছে এফ রহমান হল ছাত্রলীগ।

এমন সময়ে খেলা করে ফাঁকা রাস্তা দখল রাখার কৌশল কিনা জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের একজন কর্মী জানান, রাস্তা ফাঁকা আছে এমনিতেই। আজকে যান চলাচল কম। আমরা সতর্ক অবস্থানে আছি। সময় পার করতে কিছু না কিছু তো করতেই হবে। তাই খেলছি।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুনে পুড়লো বাস

অপরদিকে ক্যাম্পাস সরেজমিন ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ মানুষের যাতায়াত কম। সাধারণত ছুটির দিনগুলোতে বহিরাগত মানুষের সংখ্যা বেশি দেখা যায় ক্যাম্পাসে। অন্যদিনে ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ অন্যান্য জায়গায় বেশ জনসমাগম দেখা গেলেও আজ  চিত্র সম্পূর্ণ ভিন্ন।

ক্যাম্পাসের ভেতর দিয়ে যানবাহন না পাওয়ায় হেঁটে যাচ্ছিলেন তাইমুর নামে বেসরকারি প্রতিষ্ঠানের একজন  চাকুরীজীবী। তার সঙ্গে কথা বলে জানা যায়, নীলক্ষেত থেকে প্রবেশের সময় জেরার মুখে পড়েছিলেন তিনি। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়। সেসময় তিনি কয়েকটি গ্রুপকে রাস্তায় খেলাধুলা করতে দেখেছেন বলেও জানান।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ক্যাম্পাস এলাকায় ক্রিকেট-ফুটবলে ব্যস্ত ছাত্রলীগ

আপডেট: ০৪:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর থেকে সরব অবস্থানে রয়েছে ছাত্রলীগ। বিএনপি নেতাকর্মীরা ‘সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে পারে’ এমন শঙ্কা থেকে শনিবার (১০ ডিসেম্বর) তাদের প্রতিহত করতে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রাস্তাগুলোতে যানবাহন প্রায় ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় ক্রিকেট ও ফুটবল খেলে সময় পার করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিন সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এছাড়াও কেন্দ্রীয় নেতারা শোডাউন দিচ্ছেন ক্যাম্পাস ও তার আশেপাশের এলাকায়। সকাল থেকেই নেতাকর্মীকে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে গাড়ি ও পথচারীদের তল্লাশি চালাতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পথচারীদের আগমন কমে যায়। খেলাধুলা করে এই সুযোগ কাজে লাগাচ্ছেন তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্পটে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা এখন ক্রিকেট আর ফুটবল খেলে সময় পার করছেন। সরেজমিনে দেখা যায়,  শাহবাগ থানার সামনে, জাতীয় জাদুঘরের সামনে, হাইকোর্টের সামনে ও টিএসসি এলাকায় স্ট্যাম্প ও চেয়ার পেতে ক্রিকেট খেলছেন তারা। নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে একপাশে জহুরুল হক ছাত্রলীগ ক্রিকেট খেলছে, আর অন্য পাশে ফুটবল খেলছে এফ রহমান হল ছাত্রলীগ।

এমন সময়ে খেলা করে ফাঁকা রাস্তা দখল রাখার কৌশল কিনা জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের একজন কর্মী জানান, রাস্তা ফাঁকা আছে এমনিতেই। আজকে যান চলাচল কম। আমরা সতর্ক অবস্থানে আছি। সময় পার করতে কিছু না কিছু তো করতেই হবে। তাই খেলছি।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুনে পুড়লো বাস

অপরদিকে ক্যাম্পাস সরেজমিন ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ মানুষের যাতায়াত কম। সাধারণত ছুটির দিনগুলোতে বহিরাগত মানুষের সংখ্যা বেশি দেখা যায় ক্যাম্পাসে। অন্যদিনে ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ অন্যান্য জায়গায় বেশ জনসমাগম দেখা গেলেও আজ  চিত্র সম্পূর্ণ ভিন্ন।

ক্যাম্পাসের ভেতর দিয়ে যানবাহন না পাওয়ায় হেঁটে যাচ্ছিলেন তাইমুর নামে বেসরকারি প্রতিষ্ঠানের একজন  চাকুরীজীবী। তার সঙ্গে কথা বলে জানা যায়, নীলক্ষেত থেকে প্রবেশের সময় জেরার মুখে পড়েছিলেন তিনি। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়। সেসময় তিনি কয়েকটি গ্রুপকে রাস্তায় খেলাধুলা করতে দেখেছেন বলেও জানান।

ঢাকা/এসএ