স্টকের পরিবর্তে ক্যাশ ডিভিডেন্ড দেবে ওরিয়ন ইনফিউশন

- আপডেট: ০৫:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / ১০৬২৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের পরিবর্তে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।
এই হিসাবে ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়াবে ২০ শতাংশ ক্যাশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে কোম্পানির ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডে অসম্মতি জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি কোম্পানিটিকে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের পরিবর্তে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: ওরিয়ন ইনফিউশনের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অসম্মতি
কোম্পানিটির রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে।
ঢাকা/এসএ