পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ দুই শিশুর মরদেহ

- আপডেট: ০২:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / ১০৪৬৫ বার দেখা হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার পদ্মা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় ফিলিপনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বর মামুন আর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
দৌলতপুরের পূর্ব ফিলিপনগর গোলাবাড়িপাড়া এলাকার রিপন মণ্ডলের ছেলে রিফাত (১০) এবং জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন এলাকার মজিবুর রহমানের ছেলে মুরসালিন (৬)।
ইউপি মেম্বর মামুন আর রশিদ বলেন, ‘বুধবার সকালে বরই খাওয়ার উদ্দেশ্যে দুই শিশু পদ্মার চরে গিয়ে নিখোঁজ হয়। দিনভর বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে না পেয়ে রাত ১১টার দিকে পদ্মা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন। ডিঙিনৌকায় চড়ে তারা পদ্মা নদীতে খেলতে গিয়ে ডুবে নিখোঁজ হয় বলে এলাকাবাসীর ধারণা।’
আরও পড়ুন: বিএসএফের গুলিতে সীমান্তে দুই বাংলাদেশি নিহত
স্থানীয় ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইম উদ্দিন সেন্টু জানান, নিখোঁজ হওয়ার পর পদ্মা নদী থেকে গোলাবাড়ি এলাকার দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে।
ঢাকা/টিএ