তুরস্কের গ্যাস টার্মিনাল ব্যবহার করবে বুলগেরিয়া

- আপডেট: ১১:২৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / ১০৩৯৪ বার দেখা হয়েছে
তুরস্কের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল এবং ট্রানজিট নেটওয়ার্ক ব্যবহার করবে বলকান অঞ্চলের দেশ বুলগেরিয়া। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুলগেরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস অপারেটর বুলগারগাজ এবং তুরস্কের রাষ্ট্রীয় গ্যাস ফার্ম বোটাসের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি রুশ গ্যাসের নির্ভরশীলতা কাটাতে বুলগেরিয়াকে সহায়তা করবে।
এক সময় প্রায় পুরোপুরিভাবে রুশ গ্যাসের ওপর নির্ভরশীল ছিল বুলগেরিয়া। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এক পর্যায়ে রুশ মুদ্রা রুবলে অর্থ পরিশোধে অস্বীকৃতি জানায় দেশটি। একে কেন্দ্র করে গত এপ্রিল মাসে দেশটিতে সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। এরপর থেকে যুক্তিসঙ্গত মূল্যে গ্যাস সরবরাহের জন্য বিকল্প খুঁজছে বুলগেরিয়া।
আরও পড়ুন:প্রতিদিন পাঁচ মিনিট দৌড়াবেন যে কারণে