আমরা নেটওয়ার্কসের স্টক ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি

- আপডেট: ১০:৩৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ১০৫৫৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানি আমরা নেটওয়ার্কসের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যু করতে সম্মতি দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে ৩০ জুন, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, বাকী ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাব অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক ডিভিডেন্ড ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।
আরও পড়ুন: তসরিফা ইন্ডাস্ট্রিজের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অসম্মতি
প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।
ঢাকা/টিএ