ফারইস্ট ইসলামী লাইফের সিইও হলেন আপেল মাহমুদ

- আপডেট: ০৭:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ১০৫৬২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আপেল মাহমুদ।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) তিনি কোম্পানিটিতে যোগদান করেন বলে ফারইস্ট ইসলামী লাইফ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আপেল মাহমুদ এর আগে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে তার প্রায় ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- কোম্পানির পক্ষ থেকে আপেল মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান।
আরও পড়ুন: ম্যানেজমেন্ট থেকেই কোম্পানির অনিয়ম শুরু হয়: আরিফ খান
এ সময় কনসালট্যান্ট ড. মো. ফয়জুরর হমান ফারুকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস্) সামিরা ইউনুসসহ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/টিএ