০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার বিক্রির অনুমতি পেলো আইসিবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৪৭২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ (বিডি) ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেডের শেয়ার বিক্রির অনুমতি পেয়েছে রাষ্ট্রয়াত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ (আইসিবি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আইসিবি ইউনিট ফান্ডও শেয়ার বিক্রির অনুমতি পেয়েছে।

সম্প্রতি এ বিষয়ে অনুমতি দিয়ে একটি চিঠি আইসিবির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে বিএসইসি। একই সঙ্গে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে, গত মাসে বাংলাদেশ ওয়েল্ডিংয়ের শেয়ার কেনার জন্য সি পার্ল বিচ রিসোর্টকে অনুমোদন দেয় কমিশন।

আইসিবি ও আইসিবি ইউনিট ফান্ডের পোর্টফলিওতে ধারণকৃত বাংলাদেশ ওয়েল্ডিংয়ের শেয়ার বিক্রয় অনুমোদন করার বিষয়টি উল্লেখ করে বিএসইসির চিঠিতে জানানো হয়েছে, আইসিবি ও আইসিবি ইউনিট ফান্ডের চারটি বিও হিসাবে থাকা বিডি ওয়েল্ডিংয়ের মোট ২ কোটি ১৮ লাখ ৯১ হাজার ৩৯৮টি শেয়ার স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে ডিপজেটরি (ব্যবহারিক, ২০০৩) আইনের ৪২ বিধানের অধীনে শেয়ার ক্রয় চুক্তি সাপেক্ষে বিক্রি করবে। সেক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে শেয়ার ক্রয় চুক্তি অনুযায়ী আলোচনা করা মূল্যে এবং সিডিবিএলের আইনসহ অন্যান্য প্রাসঙ্গিক সিকিউরিটিজ আইন এবং প্রযোজ্য উৎসে কর কর্তনের পাশাপাশি উল্লেখিত শর্ত পালনের নির্দেশ দেওয়া হলো।

আরও পড়ুন: আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

শর্তগুলোর মধ্যে রয়েছে, বিক্রেতা এবং ক্রেতা এই বিষয়ে উৎসে কর জমা দেবে এবং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি প্রবিধানের রেগুলেশনের প্রয়োজনীয়তা অনুসারে উপযুক্ত ঘোষণা দেবে। সেই সঙ্গে প্রস্তাবিত শেয়ার হস্তান্তরের কাজ শেষে মো. আমিনুল হক এবং মো. একরামুল হক নামের ক্রেতারা বাংলাদেশ ওয়েল্ডিংয়ের পরিচালনা পর্ষদে একজন বা একাধিক ব্যক্তিকে পরিচালক হিসেবে মনোনীত করবেন। একই সঙ্গে শেয়ার ক্রেতাদের পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণ বজায় রাখতে হবে।

এছাড়া কমিশন উল্লিখিত লেনদেনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য প্রাপ্তি অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব) বিধিমালা, ২০১৮ এর ক্ষমতা আইন মওকুফ করেছে।

দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ ও বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করা বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডসের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাকে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস ১৯৯৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৩ কোটি ৩৪ লাখ টাকা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার বিক্রির অনুমতি পেলো আইসিবি

আপডেট: ০৭:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ (বিডি) ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেডের শেয়ার বিক্রির অনুমতি পেয়েছে রাষ্ট্রয়াত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ (আইসিবি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আইসিবি ইউনিট ফান্ডও শেয়ার বিক্রির অনুমতি পেয়েছে।

সম্প্রতি এ বিষয়ে অনুমতি দিয়ে একটি চিঠি আইসিবির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে বিএসইসি। একই সঙ্গে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে, গত মাসে বাংলাদেশ ওয়েল্ডিংয়ের শেয়ার কেনার জন্য সি পার্ল বিচ রিসোর্টকে অনুমোদন দেয় কমিশন।

আইসিবি ও আইসিবি ইউনিট ফান্ডের পোর্টফলিওতে ধারণকৃত বাংলাদেশ ওয়েল্ডিংয়ের শেয়ার বিক্রয় অনুমোদন করার বিষয়টি উল্লেখ করে বিএসইসির চিঠিতে জানানো হয়েছে, আইসিবি ও আইসিবি ইউনিট ফান্ডের চারটি বিও হিসাবে থাকা বিডি ওয়েল্ডিংয়ের মোট ২ কোটি ১৮ লাখ ৯১ হাজার ৩৯৮টি শেয়ার স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে ডিপজেটরি (ব্যবহারিক, ২০০৩) আইনের ৪২ বিধানের অধীনে শেয়ার ক্রয় চুক্তি সাপেক্ষে বিক্রি করবে। সেক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে শেয়ার ক্রয় চুক্তি অনুযায়ী আলোচনা করা মূল্যে এবং সিডিবিএলের আইনসহ অন্যান্য প্রাসঙ্গিক সিকিউরিটিজ আইন এবং প্রযোজ্য উৎসে কর কর্তনের পাশাপাশি উল্লেখিত শর্ত পালনের নির্দেশ দেওয়া হলো।

আরও পড়ুন: আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

শর্তগুলোর মধ্যে রয়েছে, বিক্রেতা এবং ক্রেতা এই বিষয়ে উৎসে কর জমা দেবে এবং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি প্রবিধানের রেগুলেশনের প্রয়োজনীয়তা অনুসারে উপযুক্ত ঘোষণা দেবে। সেই সঙ্গে প্রস্তাবিত শেয়ার হস্তান্তরের কাজ শেষে মো. আমিনুল হক এবং মো. একরামুল হক নামের ক্রেতারা বাংলাদেশ ওয়েল্ডিংয়ের পরিচালনা পর্ষদে একজন বা একাধিক ব্যক্তিকে পরিচালক হিসেবে মনোনীত করবেন। একই সঙ্গে শেয়ার ক্রেতাদের পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণ বজায় রাখতে হবে।

এছাড়া কমিশন উল্লিখিত লেনদেনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য প্রাপ্তি অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব) বিধিমালা, ২০১৮ এর ক্ষমতা আইন মওকুফ করেছে।

দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ ও বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করা বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডসের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাকে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস ১৯৯৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৩ কোটি ৩৪ লাখ টাকা।

ঢাকা/টিএ