০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

জনসচেতনতাই দুর্নীতিকে রুখে দিতে পারে: দুদক সচিব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৪১৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, জনসচেতনতাই দুর্নীতিকে রুখে দিতে পারে। তাছাড়া সরকার ও কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) ফরিদপুরে ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ গণশুনানিতে আরও বক্তব্য রাখেন— দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ)আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, ফরিদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. শাহজাহান, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গণশুনানিতে ফরিদপুরের বিভিন্ন দফতরে সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার, সেবা প্রত্যাশী জনসাধারণ দৃঢ়তার সঙ্গে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ উত্থাপন করেছেন। তাদের অভিযোগ দুর্নীতি দমন কমিশনের কর্তকর্তারা শুনেছেন এবং কিছু অভিযোগের সমস্যা সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা প্রদান করেন এবং অন্যান্য অভিযোগের বিষয়ে পরবর্তী সময়ে কমিশন যাচাই-বাছাই সাপেক্ষে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন: অতিবৃষ্টি হলেও ১৫ মিনিটেই পানি নিষ্কাশন হবে: মেয়র তাপস

গণশুনানিতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, পাসপোর্ট, বি.আর.টি.এ. সাব-রেজিস্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি), সমাজসেবা, নির্বাচন অফিস, পরিবেশ অধিদফতর, বিদ্যুৎ বিভাগ, ব্যাংকিং বিভাগ, শিক্ষা অফিস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ মোট ২৫টি দফতরের ১৪৫টি অভিযোগ পাওয়া যায়। এরমধ্যে ৭৬টি সুনির্দিষ্ট অভিযোগ শুনানির জন্য সেবাপ্রার্থী জনসাধারণ সরাসরি উপস্থাপন করেছেন। উপস্থাপিত ৭৬টি অভিযোগের মধ্যে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদের একটি প্রকল্পের বিষয়ে দুর্নীতির বিষয়ে কমিশন অনুসন্ধান করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। আর ৭৪টি অভিযোগের তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

জনসচেতনতাই দুর্নীতিকে রুখে দিতে পারে: দুদক সচিব

আপডেট: ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, জনসচেতনতাই দুর্নীতিকে রুখে দিতে পারে। তাছাড়া সরকার ও কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) ফরিদপুরে ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ গণশুনানিতে আরও বক্তব্য রাখেন— দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ)আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, ফরিদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. শাহজাহান, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গণশুনানিতে ফরিদপুরের বিভিন্ন দফতরে সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার, সেবা প্রত্যাশী জনসাধারণ দৃঢ়তার সঙ্গে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ উত্থাপন করেছেন। তাদের অভিযোগ দুর্নীতি দমন কমিশনের কর্তকর্তারা শুনেছেন এবং কিছু অভিযোগের সমস্যা সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা প্রদান করেন এবং অন্যান্য অভিযোগের বিষয়ে পরবর্তী সময়ে কমিশন যাচাই-বাছাই সাপেক্ষে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন: অতিবৃষ্টি হলেও ১৫ মিনিটেই পানি নিষ্কাশন হবে: মেয়র তাপস

গণশুনানিতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, পাসপোর্ট, বি.আর.টি.এ. সাব-রেজিস্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি), সমাজসেবা, নির্বাচন অফিস, পরিবেশ অধিদফতর, বিদ্যুৎ বিভাগ, ব্যাংকিং বিভাগ, শিক্ষা অফিস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ মোট ২৫টি দফতরের ১৪৫টি অভিযোগ পাওয়া যায়। এরমধ্যে ৭৬টি সুনির্দিষ্ট অভিযোগ শুনানির জন্য সেবাপ্রার্থী জনসাধারণ সরাসরি উপস্থাপন করেছেন। উপস্থাপিত ৭৬টি অভিযোগের মধ্যে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদের একটি প্রকল্পের বিষয়ে দুর্নীতির বিষয়ে কমিশন অনুসন্ধান করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। আর ৭৪টি অভিযোগের তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে।

ঢাকা/এসএ