যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত পাঁচ

- আপডেট: ১০:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৪০২ বার দেখা হয়েছে
যুক্তরাষ্ট্রে এক বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে আরকানসাসের বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে।
ফেডারেল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি ওহিওতে জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই হালকা টুইন ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্থানীয় গণমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে তিনি একটি বিকট বিস্ফোরণের শব্দ ও পরে কয়েকটি ছোট ছোট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এছাড়া তিনি দুর্ঘটনাস্থল থেকে আগুনের শিখাও দেখতে পেয়েছেন।
আরও পড়ুন: ৭.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাজিকিস্তান
কর্মকর্তারা জানান, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি এবং নিহতদেরও শনাক্ত করা যায়নি।
ঢাকা/এসএ